বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:০৪, ২২ অক্টোবর ২০২৫

আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা ভারতে পালিয়েছে: আইনজীবী

আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা ভারতে পালিয়েছে: আইনজীবী
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ১৫ জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ দাবি করে আসামিপক্ষের আইনজীবী এম সরোয়ার হোসেন বলেন, এই মামলার মূল অপরাধীরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন। 

বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে আইনজীবী সরোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, ট্রাইব্যুনাল আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিলে সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসের সাবজেলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো বলেন, 'এর আগে সেনা সদরের আদেশে সংযুক্তকৃত ১৫ জন অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সারেন্ডার করেছেন। তারা অনেক সিনিয়র অফিসার, অভিজ্ঞ অফিসার... তারা সবাই আশা করেন, তারা এই আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।'

আইনজীবী সরোয়ার হোসেন বলেন, সেনা কর্মকর্তারা কখনো গ্রেপ্তার হননি, তারা কোর্টে আত্মসমর্পণ করেছেন। তিনি তাদের নির্দোষ দাবি করে আশা প্রকাশ করেন যে কোর্টে তা প্রমাণিত হবে। সত্যিকারের অপরাধীরা ভারত পালিয়েছেন।

আইনজীবী পালিয়ে যাওয়া অপরাধীদের নাম উল্লেখ করে বলেন, তারা হলেন 'জেনারেল কবির, জেনারেল আকবর, জেনারেল তারিক সিদ্দিকী, জেনারেল মুজিব।'

এই মামলাগুলোয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনও আসামি। এর মধ্যে আল–মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আইনজীবী সরোয়ার হোসেন দাবি করেন, 'সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অ্যাপ্রুভার। তিনি বলেছেন, ' যা কিছু হয়েছে, তা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশে হয়েছে। এখানে কারও কোনো নিয়ন্ত্রণ ছিল না।'

সদ্য সংবাদ/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

আরও পড়ুন