ঢাকায় বিজিবি–বিএসএফ বৈঠক, প্রাধান্য পাবে হত্যা-অনুপ্রবেশ প্রসঙ্গ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন ও গুলিতে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে আজ সোমবার ঢাকায় শুরু হয়েছে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনের সম্মেলন। বৈঠকে মূলত পুশইন, সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ে আলোচনা হবে। ঢাকার বিজিবি সদর দপ্তরে আয়োজিত এ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।