শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ৬ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৪৯, ৬ জুলাই ২০২৫

সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি নাহিদের

সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি নাহিদের
ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বারবার গ্রেনেড ও বোমা হামলা চালাচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এসব আগ্রাসন আর মেনে নেওয়া হবে না।’

রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত এক পথসভায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে অনেক বাহাদুরি করেছে দাদারা। সেই বাহাদুরির দিন এখন শেষ। যদি আবারও সীমান্তে কোনো ধরনের আগ্রাসন চালানো হয় বা আমাদের নাগরিকদের হত্যা করার চেষ্টা করা হয়, তাহলে আমরা সীমান্ত লংমার্চের কর্মসূচি ঘোষণা করব। সীমান্ত রক্ষায় দেশের মানুষই যথেষ্ট।’

চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘এই জেলা আমের রাজধানী, কিন্তু এত ঐতিহ্য থাকা সত্ত্বেও আম শিল্পের বিকাশে কোনো সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। একই অবস্থা রেশম শিল্পের ক্ষেত্রেও। দিনে দিনে হারিয়ে যাচ্ছে আমাদের এই জাতীয় ঐতিহ্য। রেশম ও আম শিল্পকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।’

স্থানীয় মানুষের দীর্ঘদিনের রেলসংযোগ দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি একটি ট্রেন চালুর দাবি ন্যায্য এবং আমাদের দলের পক্ষ থেকে এই দাবিকে পূর্ণ সমর্থন জানানো হচ্ছে।’

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রের মৌলিক সংস্কারই আমাদের আন্দোলনের মূল প্রতিপাদ্য। সেই বার্তাই পৌঁছে দিতে আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জে।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।