হতাহতের তথ্য গোপন করার প্রয়োজন নেই: প্রেস সচিব

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখার কোনো ‘প্রয়োজন বা অভিপ্রায় সরকারের নেই’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৩ জুলাই) সকালে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন রাখা কার্যত অসম্ভব।’ নিজের দুই দশকের সাংবাদিকতা অভিজ্ঞতার ভিত্তিতে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেনাবাহিনী যৌথভাবে হাসপাতাল থেকে নিয়মিত তথ্য দিচ্ছে। কেউ নিহত হয়েছেন কিনা, নিখোঁজ আছেন কিনা—তা শনাক্তে মাইলস্টোন কলেজের প্রতিদিনের উপস্থিতি রেকর্ড ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মাইলস্টোন কলেজে নিহত-আহতের প্রকৃত তথ্য প্রকাশ না পাওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। এতে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আটকে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শফিকুল আলম নিজে। প্রায় ৯ ঘণ্টা অবস্থান শেষে পুলিশের সহায়তায় তারা বের হতে সক্ষম হন।
শফিকুল তার পোস্টে জানান, ‘উপদেষ্টারা বলপ্রয়োগের আশ্রয় না নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলে সমাধান চেয়েছেন। প্রয়োজনে আরও দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে প্রস্তুত ছিলেন।’
তিনি আরও জানান, হতাহতের সংখ্যা নিয়ে ভিন্নমত ও বিভ্রান্তি দূর করতে কলেজ ক্যাম্পাসেই একটি কন্ট্রোল রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে। সেখানে নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে এবং কলেজের রেজিস্ট্রারের তথ্যের সঙ্গে মিলিয়ে তা যাচাই করা হবে।
এদিকে, সর্বশেষ পাওয়া তথ্যে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেস সচিব বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনাকে আমরা একটি জাতীয় ট্র্যাজেডি হিসেবে দেখছি এবং নিহতদের শহীদ হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে, সেজন্য সরকার জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।’