বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ৬ আগস্ট ২০২৫

জাতীয় নির্বাচন ঘিরে এসপি-ওসির বদলি লটারিতে

জাতীয় নির্বাচন ঘিরে এসপি-ওসির বদলি লটারিতে
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে সকল জেলার পুলিশ সুপার (এসপি) ও থানা অফিসার ইনচার্জদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পরিকল্পনা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় অনেক সময় প্রার্থীরা তাদের এলাকায় পছন্দের ডিসি, এসপি কিংবা ওসি রাখতে চান। কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যমের সামনে লটারির মাধ্যমে এসব কর্মকর্তার বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

তিনি আরও জানান, “বর্তমানে কর্মকর্তারা যেখানে কর্মরত আছেন, সেখান থেকে তাদের লটারি অনুযায়ী বদলি করা হবে। লটারির ভিত্তিতেই নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব বণ্টন হবে।”

বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠকে নির্বাচনকালীন লজিস্টিক সাপোর্ট, নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।”

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ।