বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ৬ আগস্ট ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৪ জন, ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ১১৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৩৯ জন নারী। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৮১২ জন রোগী। এর মধ্যে শুধু জুলাই মাসেই ভর্তি হয়েছে ১০ হাজারের বেশি।

সরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে, এবং এতে বিশেষ করে বরিশাল, ঢাকা ও রাজশাহী অঞ্চলে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ে মশা নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।

সম্পর্কিত বিষয়: