বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ৬ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স।

বুধবার (৬ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কার্সটেন্স সম্প্রতি 'জেনারেশন জেড'-এর নেতৃত্বে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি এ প্রসঙ্গে নিজের গাওয়া একটি গানের কথা ও ভিডিও প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

সম্পর্কিত বিষয়: