বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ৬ আগস্ট ২০২৫

পুলিশ বাহিনীতে বড় রদবদল

পুলিশ বাহিনীতে বড় রদবদল
ছবি: সংগৃহীত

পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে উচ্চপদে আবারও বড় রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। একযোগে বাহিনীর ৭৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

রদবদলের তালিকায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

গত বছরের জুলাই গণআন্দোলন ঠেকাতে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে পুলিশ। দেশের বহু থানা পুলিশশূন্য হয়ে পড়ে, শত শত থানায় আগুন দেওয়া হয়।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করে গড়ে তোলার লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় দফায় দফায় রদবদল ও পুনর্গঠন চলছে।

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বাহিনীটিতে প্রশাসনিক, কাঠামোগত ও মনোবল বৃদ্ধিমূলক পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্পর্কিত বিষয়: