বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৩, ৬ আগস্ট ২০২৫

গোমাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

গোমাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি
ছবি: সদ্য সংবাদ

নেত্রকোনার গোমাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন বোবাহালা বালুমহালের বৈধ ইজারাদার আরিফ খান। এ দাবিতে তিনি সোমবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে জেলা সদরের বোবাহালা বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৈলাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেছ মণ্ডল, জুয়েল মিয়া, যুবদল নেতা ইমাম হোসেনসহ স্থানীয় অনেক নেতাকর্মী।

লিখিত বক্তব্যে আরিফ খান বলেন, “জেলার মধ্যে অনুমোদিত একমাত্র বৈধ বালু ঘাট হলো বোবাহালার গোমাই নদীর এই ঘাট। আমি বৈধভাবে সরকারি রাজস্ব প্রদান করে বালু উত্তোলন করছি। অথচ একটি সংঘবদ্ধ চক্র ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই চক্র অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। এর ফলে একদিকে যেমন সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহ, আশপাশের পরিবেশ এবং বসতবাড়িও মারাত্মক হুমকির মুখে পড়ছে।”

আরিফ খান জানান, এই পরিস্থিতি সম্পর্কে জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে দাবি জানান, “দ্রুত অবৈধ বালু উত্তোলন ও বিপণন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে বৈধ ইজারাদার হিসেবে আমার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”