নাগেশ্বরীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র্যালি ও গণসমাবেশ

ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিজয় র্যালি ও গণসমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুর ১টার দিকে বিএসসি মোড় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ‘বিজয় মঞ্চে’ গিয়ে গণসমাবেশে রূপ নেয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
র্যালিপথজুড়ে অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শহীদদের ছবি বহন করেন। ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর। আন্দোলনের স্মৃতিকে স্মরণ করে ব্যানারে ছিল ‘জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা’ লিখিত বার্তা।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বজলুর রশিদ।
এছাড়া আরও বক্তব্য দেন—ডা. ইউনুছ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার এবং সদস্য সচিব আজিজুল হক।
নেতারা বলেন, “এই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ বিজয়। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে।”
জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। তাদের আদর্শেই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।”
সমাবেশ শেষে শহীদ গোলাম রাব্বানীর পিতা ও শহীদ রাশেদুল ইসলামের ভাইয়ের হাতে বিএনপির পক্ষ থেকে উপহারসামগ্রী ও সম্মাননা তুলে দেওয়া হয়।