বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ৫ আগস্ট ২০২৫

নেত্রকোনায় ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ

নেত্রকোনায় ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ
ছবি: সদ্য সংবাদ

৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ‘ফতহে গণভবন’-এর বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই জাগরণে নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক র‍্যালি আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির নেত্রকোনা জেলা শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে নেত্রকোনা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “৩৬ জুলাই গণ-অভ্যুত্থান ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিন নতুন সমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকারকে আরো দৃঢ় করার সুযোগ এনে দেয়। তরুণ প্রজন্মকে আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই কর্মসূচি।”

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ, সেক্রেটারি আল ইমরান, অফিস সম্পাদক আতিক হাসান হৃদয়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান হৃদয়সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় আদর্শিক ছাত্রসমাজের ভূমিকাই হতে পারে উত্তরণের পথ।

র‍্যালি ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।