বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ৫ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা

গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা
ছবি: সদ্য সংবাদ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দিনটিকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির অংশ হিসেবে আজ শহরের তমালতলা থেকে বিজয় শোভাযাত্রা বের করে বিএনপি।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে দুপুরে বিজয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার পূর্বে তমালতলায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এবং ফিরোজ মিয়াসহ দলীয় নেতারা।

বক্তারা বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী দিন। এই দিনে ছাত্র-জনতার সাহসী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার পতনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়।”

তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের বিজয় আমাদের সামনে একটি দায়িত্ব দিয়েছে—আগামী দিনে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

নেতারা দ্রুত সংবিধান সংস্কার করে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান এবং দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ