বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ৫ আগস্ট ২০২৫

কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ

কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ
ছবি: সদ্য সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলটি চলাকালে বিভিন্ন মোড়ে সরকারবিরোধী স্লোগানে মুখর ছিল পুরো শহর। মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার এক গৌরবময় অধ্যায়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই চেতনার বাস্তব প্রতিফলন আমরা এখনো দেখতে পাইনি। দেশে এখনো চলছে অবিচার, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ নুর বখত মিঞা, সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের প্রকৃত স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দায়িত্বশীলরা।

গণমিছিল ও সমাবেশ ঘিরে শহরে বাড়তি পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেলেও পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ