বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ৫ আগস্ট ২০২৫

নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে প্রস্তুত হচ্ছি: প্রধান উপদেষ্টা

নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে প্রস্তুত হচ্ছি: প্রধান উপদেষ্টা
ছবি: ইন্টারনেট

‘আমরা এখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছি। এর আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। এর মধ্যে অন্যতম হলো জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ।’— জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার পর রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রধান উপদেষ্টা চলমান রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচন, সংস্কার এবং সহিংসতা প্রতিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন।

তিনি বলেন, ‘আমাদের প্রধান কাজ ছিল তিনটি—সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, এবং একটি অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন। আমরা এরইমধ্যে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ‘ঐকমত্য কমিশন’ গঠন করেছি। এই কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দল মিলিতভাবে আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’ তৈরি করছে, যা একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।’

ভবিষ্যতের নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আগামীকাল (৬ আগস্ট) থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।’

দেশে সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত দেশে যতগুলো সহিংসতা ঘটেছে, সবগুলোর পেছনে ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা। আমরা আর সেই কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি চাই না। একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নির্বাচনকে সংঘাতময় করতে চায়। আমাদের এখন সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে অপশক্তির পরাজয় নিশ্চিত হবে।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ