মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে জনতার ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করে মানুষের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। দুপুর ২টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও জাতীয় পতাকা কাঁধে ও ‘জুলাই সনদ’ ব্যাজ ধারণ করে মানুষের স্রোত মঞ্চমুখী।
দিবসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে এই ঘোষণা পাঠ করবেন তিনি।
জনতার কণ্ঠে অঙ্গীকারের স্লোগান
বৃষ্টির মধ্যেও হাতের ছাতা খুলে, গাছের নিচে আশ্রয় নিয়ে কিংবা ভিজে গিয়েও মঞ্চের দিকে এগিয়ে আসছেন অংশগ্রহণকারীরা। কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে, কেউ ‘জুলাই সনদ’ হাতে—তাদের কণ্ঠে স্লোগান, “জুলাই ফিরে আসবে, অন্যায় থামবে না ততদিন!”
রবিউল নামে এক তরুণ বলেন, “বৃষ্টি নয়, বুলেট ঝরলেও থামব না।” আরেকজন অংশগ্রহণকারী, সোহান, জানান, “জুলাই আমাদের আত্মার প্রশ্ন। সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন ছাড়ব না।”
‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর সাংস্কৃতিক আয়োজন
এ বছর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ‘৩৬ জুলাই’ নামে উদযাপন করা হচ্ছে। সকাল থেকে নানা আয়োজনে মুখর মানিক মিয়া এভিনিউ। দিনব্যাপী এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং সমন্বয়ে রয়েছে শিল্পকলা একাডেমি ও জাতীয় সংসদ সচিবালয়।
দিবসের সাংস্কৃতিক সূচি (নির্বাচিত অংশ):
-
১১:২০ AM: সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনা
-
১১:৪০ AM: কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা
-
১২:০৫ PM: বক্তব্য – নাহিদ ইসলাম
-
১২:৩০ PM: সংগীত – তাশফি
-
২:২৫ PM: ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন
-
২:৪০ PM থেকে: কনসার্ট – সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস, ওয়ারফেজ
-
৪:৪৫ PM: নামাজের বিরতি
-
৫:০০ PM: ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ
প্রধান উপদেষ্টার আহ্বান
সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, “৫ আগস্ট বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।” সেই সঙ্গে দিবসটি উদযাপন করতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়।