বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ৫ আগস্ট ২০২৫

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ডিবি ও সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা উসকে দেওয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্তর্ঘাতে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের নাম ও পরিচয়:

১. মো. হাবিবুর রহমান (৬০) – সাবেক দপ্তর সম্পাদক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ
২. মো. জাহিদুল ইসলাম পারভেজ (৪৩) – সভাপতি, নোয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ
৩. মো. মজিবর রহমান মেম্বার (৪৭) – দপ্তর সম্পাদক, মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ
৪. জিয়াউল হক জিয়া (৪০) – কেন্দ্রীয় যুবলীগের সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা
৫. মো. কলিম (৫২) – সহ-সভাপতি, নবাব কাটরা ইউনিট যুবলীগ
৬. হাবিবুর রহমান উজ্জ্বল – সাবেক সাধারণ সম্পাদক, কদমতলী থানা শ্রমিক লীগ
৭. মো. রেদওয়ান খান বোরহান (৫০) – সভাপতি, চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগ
৮. সোহানুর রহমান (৩৩) – সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ
৯. আতাউল গনি কৌশিক (৩৪) – সাবেক সেক্রেটারি, অমর একুশে হল ছাত্রলীগ
১০. এরশাদুর রহমান রিফাত (৩১) – সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ
১১. মো. জাহাঙ্গীর আলম (৫৭) – সাবেক মেয়র, জীবননগর পৌরসভা; সাধারণ সম্পাদক, জীবননগর উপজেলা আওয়ামী লীগ
১২. মো. ইকবাল হোসেন পলাশ (৪২) – সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ

কোথা থেকে ও কখন গ্রেফতার:

  • ডিবি সাইবার বিভাগ সোমবার (৪ আগস্ট) গ্রেফতার করে হাবিবুর রহমান ও জিয়াউল হক জিয়াকে।

  • ডিবি রমনা বিভাগ গ্রেফতার করে জাহিদুল ইসলাম পারভেজ ও মজিবর রহমানকে।

  • ডিবি লালবাগ বিভাগ মো. কলিমকে গ্রেফতার করে।

  • ডিবি ওয়ারী বিভাগ ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করে হাবিবুর রহমান উজ্জ্বলকে।

  • ডিবি উত্তরা বিভাগ মুগদা থেকে রেদওয়ান খান বোরহানকে গ্রেফতার করে।

  • ডিবি তেজগাঁও বিভাগ একই দিন গ্রেফতার করে সোহানুর রহমান, কৌশিক, রিফাত ও জাহাঙ্গীর আলমকে।

  • সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১:৩০টার দিকে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে গ্রেফতার করে ইকবাল হোসেন পলাশকে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সম্পৃক্ততা

ডিবি সূত্র জানিয়েছে, বিশেষ করে হাবিবুর রহমান উজ্জ্বলসহ কয়েকজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের একাধিক মামলা রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এসব গ্রেফতারের মাধ্যমে রাজধানীতে সংগঠিত সহিংস রাজনীতির মূলে আঘাত হানা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ