বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ৬ আগস্ট ২০২৫

ভুরুঙ্গামারীতে নারীদের আত্মকর্মসংস্থানে প্রকল্পের উদ্বোধন

ভুরুঙ্গামারীতে নারীদের আত্মকর্মসংস্থানে প্রকল্পের উদ্বোধন
ছবি: সদ্য সংবাদ

প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হস্ত ও কুটির শিল্প পণ্য তৈরির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। রংপুরস্ বিগ ড্রিম লিমিটেড (আরবিডিএল)-এর উদ্যোগে এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রমের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবিডিএল কুড়িগ্রাম জেলা ম্যানেজার নুরনবী হোসেন।
প্রধান অতিথি ছিলেন আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন—আরবিডিএলের অ্যাডমিন ডিরেক্টর মোখলেছুর রহমান মুকুল, জেলা ম্যানেজার মফিজুল ইসলাম টুটুল, এরিয়া ম্যানেজার খলিলুর রহমান, প্রশিক্ষক রোমানা বেগম, অডিট অফিসার আব্দুল হালিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে নারীরা ঘরে বসেই হস্ত ও কুটির শিল্প পণ্য তৈরি করে আয়ের সুযোগ পাবেন। এতে একদিকে যেমন স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে নারীর আর্থিক স্বনির্ভরতা বাড়বে। ফলে পরিবার, সমাজ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আয়োজকরা জানান, প্রাথমিকভাবে ৬০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং প্রশিক্ষণ শেষে তাদের তৈরি পণ্য স্থানীয় ও জাতীয় বাজারে বিক্রির সুযোগ সৃষ্টি করা হবে।

সম্পর্কিত বিষয়: