বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০২, ৭ আগস্ট ২০২৫

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি মামলা হাইকোর্টে বাতিল

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি মামলা হাইকোর্টে বাতিল
ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি তামান্না রহমানের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

শহিদুল আলমের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার আবদুল্লাহ আল নোমান এবং ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

২০১৮ সালের ৬ আগস্ট রমনা থানায় তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, শহিদুল আলম তার ফেসবুক ও আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য ছড়িয়ে উসকানি দিয়েছেন এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছেন।

একই বছরের ১২ আগস্ট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর মামলাটি বাতিলের আবেদন করা হলে হাইকোর্ট রুল জারি করে। সেই রুলের চূড়ান্ত নিষ্পত্তিতে মামলাটি বাতিলের আদেশ দিয়েছেন আদালত।

সম্পর্কিত বিষয়: