বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৪৮, ১ অক্টোবর ২০২৫

দুর্গাপূজায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

দুর্গাপূজায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ফেনীতে দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে সুকল মজুমদার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।

ফেনী মডেল থানার পুলিশ গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুকল মজুমদার নিষিদ্ধ ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। স্থানীয়দের দাবি, তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের গুলিতে ৮ জন নিহত হওয়ার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা আরও জানান, ২০২৩ সালে নিজের ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলা চালিয়ে দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে মারাত্মক আহত করেছিলেন তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, সুকল মজুমদারের বিরুদ্ধে দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে ৫ আগস্টের পর তার বিরুদ্ধে কতটি মামলা বা অভিযোগ দায়ের হয়েছে, তা জানা যায়নি।