বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:১৩, ১ অক্টোবর ২০২৫

‘এ রকম নন-সিরিয়াস সরকার আগে দেখিনি’

‘এ রকম নন-সিরিয়াস সরকার আগে দেখিনি’
ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শোতে মন্তব্য করে বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তিনি ‘নন-সিরিয়াস’সরকার হিসেবে দেখেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ কে নির্ধারণ করবে?’

মাসুদ কামালের ভাষ্য, ‘এক জায়গায় প্রধান উপদেষ্টা বলেছেন, এই সরকারের মেয়াদ কেউ নির্ধারণ করেনি, আমরা যত দিন মেয়াদ নির্ধারণ করব, তত দিন হবে। আমার প্রশ্ন হলো, কে মেয়াদ নির্ধারণ করবে? আপনি কে, যে নিজের মেয়াদ নিজে ঠিক করবেন। এটা তো একমাত্র শেখ হাসিনার মতো লোকরা বলত।’

তিনি আরও যোগ করেছেন, ‘এ রকম নন-সিরিয়াস সরকার আমি আমার জীবনে কোথাও দেখিনি। একজন রাষ্ট্রের প্রধান নির্বাহী ইন্টারভিউতে বলছেন, আমরা তো এই জগতের লোক না, দেখি কী করতে পারি। এটা কি ট্রায়েল? আপনি কিভাবে দেশ চালাবেন।’

মাসুদ কামাল আরও বলেন, ‘বদ্ধ ঘরের মধ্যে যারা থাকেন, তাদের কথা শোনা যায়। কিন্তু বাইরে যারা চিৎকার করছে, তা প্রধান উপদেষ্টার কান পর্যন্ত আসে না। তাই তিনি বুঝতে পারছেন না আসলে মানুষ কী চায়।’

আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কেও মাসুদ কামাল মন্তব্য করেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তার রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সত্য কথা, আসলে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে তার আর কাজ কী?’

সম্পর্কিত বিষয়: