বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন আগে হলে ফলাফলটা (ডাকসু-জাকসু) ভিন্ন রকম হতো: জিল্লুর রহমান

জাতীয় নির্বাচন আগে হলে ফলাফলটা (ডাকসু-জাকসু) ভিন্ন রকম হতো: জিল্লুর রহমান
ছবি: সংগৃহীত

‘আমি বরাবর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন, ছাত্র সংসদগুলো নির্বাচন এবং যেকোনো ধরনের নির্বাচনের বিরোধিতা করেছি। যত দ্রুত নির্বাচন হয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সেটা কল্যাণক’ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচন আগে হলে আজকে যে ফলাফলটা ( ডাকসু-জাকসু) হয়েছে সেটা ভিন্ন রকম হতো।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক রাজনীতিতে বিশেষ করে দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরে এবং এর ফলাফলের পরে অনেকেই খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে বিভ্রান্তির এখানে কোনো সুযোগ নেই। এটাই হওয়ার কথা কারণ বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিগুলো তারা রাজনীতির চাইতে অন্যদিকে অনেক বেশি মনোযোগী।’

জিল্লুর আরো বলেন, ‘রাজনীতিটা শুধু জনসমর্থনের ওপর নির্ভর করে না। জনসমর্থন গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে কিন্তু রাজনীতিতে স্ট্র্যাটেজি, ট্যাকটিস এটা একটা কৌশলের ব্যাপার। রাজনীতিতে আরো স্টেকহোল্ডার আছে। তাদেরকেও মাথায় রাখতে হয়। সেখানে আন্তর্জাতিক শক্তি, জাতীয় রাজনীতির কথা বিবেচনা করলে— সামরিক বাহিনী, প্রশাসন, সিভিল সোসাইটি, মিডিয়াকে বিবেচনায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন চেয়েছে। কে কিভাবে কখন তার অবস্থান পরিবর্তন করেছে সেটা সবারই কম বেশি জানা। মূল কথা হচ্ছে যে এটা ঠিক যারা বিজয়ী হয়েছেন তারাই বিজয়ী হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনের ফলাফল, বাস্তবতা মেনে নেওয়া ছাত্র সংগঠনগুলোর জন্যে, রাজনৈতিক শক্তিগুলোর জন্যে অত্যন্ত জরুরি এবং এটা বিশ্লেষণও তাদের জন্য জরুরি যে কেন এটা হলো!’