ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
জয় জানান, এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের শারীরিক সমস্যা বাড়তে থাকায় প্রথমে তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে দেখানো হয়। সেখানে এমআরআই রিপোর্টে তার ব্রেনে টিউমার ধরা পড়ে। পরে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের চিকিৎসকরা মত দেন, জটিল অবস্থানের কারণে দেশে তার অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে।
এরপর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল লন্ডনে নিয়ে যাওয়া হয় তাকে। লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিক এবং পরবর্তীতে উইলিংটন হাসপাতালে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
তবে চিকিৎসকরা পুরো টিউমার অপসারণ করেননি। কারণ এতে চলনশক্তি ও বাকশক্তি হারানোর ঝুঁকি ছিল। অস্ত্রোপচারে আংশিক টিউমার অপসারণ করা হয়েছে, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
আগামী কয়েক দিনের মধ্যেই ৩০ দিনের রেডিয়েশন ও কেমোথেরাপি শুরু হবে, যা ৬ সপ্তাহ ধরে চলবে। এরপর ৪ সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। সব কিছু ভালোভাবে সম্পন্ন হলে চিকিৎসকদের অনুমতি নিয়ে তিনি দেশে ফিরতে পারবেন।