জুলাই আন্দোলনে হামলার মামলায় আসামী ছাত্রদলসহ বিএনপি নেতারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি করা হয়েছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন নেতাকে। এ মামলার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
গত ২০ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় করা মামলায় কোদালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন মৃধার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালসহ মোট ২২২ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে গোসাইরহাটের কোদালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন মৃধা, গোসাইরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবু তাহের মৃধাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও ২৯ নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে মামলা প্রত্যাহার ও আসামি নেতাকর্মীদের অব্যাহতির দাবিতে বুধবার বিকেল সাড়ে ৪টায় কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারিক আজিজ মোবারক ঢালী, কোদালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সালু মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন সরদার, পারসভা যুবদলের সাধারণ সম্পাদক শায়েনশা শিকদার শাহপরান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য দুলাল হোসেন, যুবদল নেতা ফারুক মৃধা প্রমুখ।
মানববন্ধন থেকে নেতারা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হচ্ছে।