৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। সম্প্রতি চ্যানেল একাত্তর-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের অনেককে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল। তাদের আস্থা রেখেই প্রতারিত হতে হয়েছে। এমনকি শিগগিরই ওইসব উপদেষ্টাদের নাম প্রকাশ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।