উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র হামলায় বৈষম্যবিরোধী ৬ শিক্ষার্থী আহত
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সড়কে এ হামলা হয়। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে নিশ্চিত হওয়া যায়, হামলার শিকার সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত।