বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র হামলায় বৈষম্যবিরোধী ৬ শিক্ষার্থী আহত

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র হামলায় বৈষম্যবিরোধী ৬ শিক্ষার্থী আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সড়কে এ হামলা হয়।

মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে নিশ্চিত হওয়া যায়, হামলার শিকার সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগেই তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। তাদের দাবি, এই হামলার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জুলাই আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা।

ঘটনার পর রাতভর এলাকায় আতঙ্ক বিরাজ করে। ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনা সদস্যরা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
 

সর্বশেষ