লালবাগে হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অভিযান এখনো চলমান।
যৌথবাহিনীর সদস্যরা ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছেন। গাড়িগুলোর মধ্যে একটি সংসদ সদস্যের লোগো সংবলিত গাড়িও রয়েছে। গাড়িগুলোর বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অভিযান চলাকালে যৌথবাহিনী পুরো ভবনটিকে ঘিরে রাখে। বাড়িটির নাম গুলশানারা মাসুদা টাওয়ার।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম ও তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আরেক ছেলে ইরফান সেলিম এখনো পলাতক।