বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

গরমের পর ঢাকার বৃষ্টিতে স্বস্তি, আরও বৃষ্টি আসছে

গরমের পর ঢাকার বৃষ্টিতে স্বস্তি, আরও বৃষ্টি আসছে
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে। বিকেল চারটার দিকে আকাশজুড়ে মেঘ, গর্জন এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ঝলক দেখা যায়। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে ১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ কিলোমিটার, যা উত্তর-পশ্চিম দিক থেকে বইছিল।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, দেশজুড়ে আবারও সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়। এতে প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির এ প্রবণতা ৩০ সেপ্টেম্বর রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত থাকতে পারে, যার মধ্যে ২ থেকে ৪ অক্টোবর সর্বোচ্চ সক্রিয় থাকবে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি প্রবল হবে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির প্রভাব অব্যাহত থাকবে, আর সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হতে পারে।

বৃষ্টির ফলে রংপুর ও রাজশাহী বিভাগের নদ-নদীগুলোর পানি সমতল বাড়তে পারে। এ কারণে নদী তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া সংক্রান্ত নতুন তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয়, তবে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ