বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্ন মাসুদ কামালের

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্ন মাসুদ কামালের
ছবি: সংগৃহীত

সরকারের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগমের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে মাসুদ কামাল বলেছেন, 'সরকারের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। এটি নতুন কিছু নয়, এর আগেও তিনি একাধিকবার চিকিৎসার জন্য বিদেশে গেছেন।'

তিনি লিখেন, 'গত এক বছরেরও বেশি সময় ধরে অসুস্থ ভদ্রমহিলার হাতেই দেশের স্বাস্থ্য খাত। এ সময়ে তিনি এত কাজ করেছেন যে দেশের স্বাস্থ্যসেবাকে নিজের চিকিৎসার জন্য উপযুক্তও মনে করছেন না।'

তিনি তার লেখায় প্রশ্ন তোলেন, 'এই যে সিঙ্গাপুরে ব্যয়বহুল চিকিৎসা, এর খরচটা কে দেবে? উনি নিজে, নাকি সরকার?'

এরপর মাসুদ কামাল বলেন, 'আমার মনে হয়, এমন নিয়ম করা উচিত- মন্ত্রী, এমপি, আমলাসহ সবাইকে বাধ্যতামূলকভাবে দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা করতে হবে। যদি একান্তই বিদেশে যাওয়ার প্রয়োজন স্থানীয় চিকিৎসকরা মনে করেন, সেক্ষেত্রে ব্যয় নিজেকেই বহন করতে হবে। তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি যেমন হবে, তেমনি জনগণের অর্থেরও অপচয় হবে না।'

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ