সংঘাতের রাজনীতি নির্বাচনের আগে হবে না: ডা. সায়ন্থ

সংঘাতের রাজনীতি নির্বাচনের আগে হবে না বলে মনে করছেন চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ। তিনি বলেন, এই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে সংঘাত হবে না। মূলত যেটা হচ্ছে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান কতটা পোক্ত সেটা জানান দেওয়ার কর্মসূচি।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘জামায়াত ইসলামসহ চারটা ইসলামপন্থী দল যে কর্মসূচি দিয়েছে তাতে তাদের মূল দাবি তিনটা। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন হতে হবে। পিআর বিশেষ করে নিম্ন কক্ষ নিয়ে তারা বেশি চাচ্ছে। আরেকটা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ। এটা নিয়ে তারা একটা চাপ প্রয়োগ করতে চায় মাঠে। কিন্তু এইটা না হলে নির্বাচন করবে না এইদিকে জামায়াত জীবনেও যাবে না।’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। নির্বাচন নির্বাচনের মতো হবে। তারা চাচ্ছে এটা নিয়ে সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে আর মানুষকে দেখাতে যে তাদের সঙ্গে অনেক লোক আছে। এইটা একটা রাজনৈতিক ভুল সিন্ধান্ত হয়েছে বিক্ষোভ কর্মসূচি দেওয়া জামায়াত ইসলামের। বিক্ষোভ শব্দটার মধ্যেই একটা আতঙ্ক, একটা সহিংসতা, একটা কনফ্লিক্টের আভাস থাকে।’
ডা. সায়ন্থ আরো বলেন, ‘বিক্ষোভ মানেই হলো সেখানে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসবে। আর বিক্ষুব্ধ প্রতিক্রিয়া যার বিরুদ্ধে যায় তারা আবার পাল্টা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তখন বিপরীতমুখী রাজনৈতিক দাবিতে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া মাঠকে উত্তপ্ত করে, কর্মীদের মধ্যে সেটা ছড়িয়ে দেয় এবং সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়। এই সুযোগটা গ্রহণ করতে পারে পতিত ফ্যাসিবাদের কালো টাকার মালিক এবং যারা ঘাপটি মেরে আছে একটা গোলযোগ বাধানোর জন্য তারা।’