বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

অনেকে ভাবছে, এনসিপির পেছনে ইনভেস্ট অপচয় হয়েছে : মাসুদ কামাল

অনেকে ভাবছে, এনসিপির পেছনে ইনভেস্ট অপচয় হয়েছে : মাসুদ কামাল
ছবি: সংগৃহীত

ডাকসু-জাকসু নির্বাচনের পর অনেকে জামায়াতের দিকে মুখ করেছে। তাই অনেকে এখন ভাবছে, এনসিপির পেছনে ইনভেস্ট অপচয় হয়েছে-  এমনটাই দাবি করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।

মাসুদ কামাল বলেন, 'ডাকসু ও জাকসু নির্বাচনের ফল রাজনীতিতে একটি ঢেউ। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছে। বিএনপি-জামায়াতের রাজনীতিতে এর প্রভাব পড়েছে।'

ডাকসু-জাসকু নির্বাচনের পর একটি গোষ্ঠী জামায়াতের কাছে লাইন দেওয়া শুরু করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, 'ডাকসু ও জাকসু নির্বাচনের পর একটি গোষ্ঠী দেখতেছে জামায়াত পাওয়ারফুল পার্টি হয়ে গেছে। তাদের কাছে কে আগে লাইন দেবে তার একটা প্রযোগিতা শুরু হয়েছে। রাকসু নির্বাচনের পর এই প্রতিযোগিতা আরো বাড়বে। অনেকে এখন মনে করছে, এনসিপির পেছনে এতো দিন যে ইনভেস্ট করলাম, কি একটা অপচয় হয়ে গেল। এখন সেই অপচয়গুলো ফেরত আনার চেষ্টা করবে তারা।'

পাওয়ারফুল পার্টির পেছেনে সুবিধাবাদী গোষ্ঠী লাইন দেওয়াটা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি।

তবে ডাকসু বা জাসকু নির্বাচনের ফল প্রান্তিক ভোটারদের ওপর খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বলে জানান মাসুদ কামাল।

তিনি বলেন, 'সাধারণ মানুষ কিন্তু ডাকসু বা জাকসু দেখে সিদ্ধান্ত নেয় না। তারা দেখে তাদের এলাকায় কি হচ্ছে। ওই এলাকায় বিএনপি বা জামায়াত কী করছে, ওইটা দেখেই তারা সিদ্ধান্ত নেবেন। এ কারণেই দেখবেন, এই দেশের একেক জেলায় কিন্তু একেক রকম ফল হবে।'

সর্বশেষ