ছাত্রলীগ নেতা আটকের প্রতিবাদে জামায়াতের মিছিল

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২১ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জামায়াতে ইসলামী একটি মিছিল বের করে। মিছিলে অংশ নেন জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট পৌর আমির হারুন আর রশিদ, মক্রবপুর ইউনিয়ন আমির ডা. বেলাল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
মিছিলে বক্তৃতায় ইয়াছিন আরাফাত দাবি করেন, আমির হামজা কলেজ ছাত্রশিবিরের সভাপতি ছিলেন এবং সরকার দলীয় ইন্ধনে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে তিনি ডিবির ওসি ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আমির হামজা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করলেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি জামায়াত-শিবিরের কর্মী পরিচয় দিতে শুরু করেন। এরপর দাঁড়িপাল্লার পক্ষে এলাকায় প্রচারণাও চালান।
গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তাকে “শেখ মুজিব ও শেখ হাসিনার নিবেদিতপ্রাণ কর্মী” দাবি করে প্রতিবাদ জানান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনসহ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা।
অন্যদিকে মক্রবপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. বেলাল আহমেদ বলেন, “আমির হামজা মূলত শিবিরকর্মী ছিলেন। ছাত্রলীগ জোর করে তাদের কমিটিতে তার নাম দিয়েছিল। তিনি কলেজ জীবন থেকেই শিবিরের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।”
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, “ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। রাজনৈতিক বিষয়টি আমার জানা নেই।”