বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

দুই ভাইসহ এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

দুই ভাইসহ এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ তার দুই ভাই গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

এস আলম গ্রুপের শীর্ষ এ চার ব্যক্তি বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবং অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এর আগে চলতি বছরের ২৩ জুলাই এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান 'এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড'-এর বিরুদ্ধে বড় অঙ্কের ঋণ খেলাপির মামলায় আদালত গুরুত্বপূর্ণ আদেশ দেন। প্রতিষ্ঠানটির সম্পত্তি ও শেয়ার হস্তান্তর বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়। 

মামলার নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে অপরিশোধিত ভোজ্যতেল আমদানির জন্য ঋণ সুবিধা গ্রহণ করে। দীর্ঘদিন ঋণ পরিশোধ না করায় ব্যাংকের কাছে বকেয়া দাঁড়ায় ১৩ হাজার ৩১৭ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৮১৩ টাকা। এর বিপরীতে ব্যাংকের কাছে গ্রুপটির কারখানা, মেশিনারিসহ দেশের বিভিন্ন স্থানের মোট ৭২৬ শতক সম্পত্তি সহায়ক জামানত হিসেবে রাখা হয়। যার সর্বোচ্চ মূল্য মাত্র ২০০ কোটি টাকা।

সর্বশেষ