নাশকতা মামলায় কারাগারে ছাত্রদলের ৮ নেতা

নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতা আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মেহেদী হাসান ও মিনহাজুর রহমান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, ‘ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে নাশকতার মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেছেন। শিগগিরই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
সাজাপ্রাপ্তরা হলেন—তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু ও মো. রাসেল।
রায় অনুযায়ী, গুলশান ও বনানী থানার তিনটি মামলায় আব্দুল আওয়ালকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। গুলশান থানার এক মামলায় রাজু ও রাসেল সাড়ে তিন বছরের এবং বনানী থানার এক মামলায় বাকি পাঁচজনকে দুই বছরের সাজা দেওয়া হয়।