দুই ভাইসহ এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ তার দুই ভাই গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। এস আলম গ্রুপের শীর্ষ এ চার ব্যক্তি বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবং অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বিরুদ্ধে অভিযোগ রয়েছে।