বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:২০, ১ অক্টোবর ২০২৫

মার্শ ঝড়ে উড়ে গেল কিউইরা, সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

মার্শ ঝড়ে উড়ে গেল কিউইরা, সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের ঝড়ো ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। কিউই ব্যাটসম্যান টিম রবিনসনের অনবদ্য সেঞ্চুরি ম্লান করে সিরিজে এগিয়ে গেলো অজিরা।

মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানে  ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে টিম রবিনসনের দুর্দান্ত এক ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। ৬৬ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ২৩ বছর বয়সী ব্যাটার। ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। ড্যারিল মিচেল করেন ২৩ বলে ৩৪ রান।  ৬ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে কিউইরা।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় বেগ পেতে হয়নি অজিদের। দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড মিলে গড়েন ৩৩ বলে ৬৭ রানের জুটি। হেড করেন ১৮ বলে ৩১ রান। মার্শ থামেন ৪৩ বলে ৮৫ রানের টর্নেডো চালিয়ে। এছাড়া, ম্যাথু শর্ট (১৮ বলে ২৯) ও টিম ডেভিডের (১২ বলে ২১) ক্যামিও ক্যাঙ্গারুদের জয় এনে দেয় ২১ বল ও ৬ উইকেট বাকি থাকতে। ম্যাচসেরা হন অজি কাপ্তান।