বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:২৮, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৩২, ১ অক্টোবর ২০২৫

পাতানো খেলার নোংরা অংশ হতে চাই না: তামিম

পাতানো খেলার নোংরা অংশ হতে চাই না: তামিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অন্তবর্তী সরকারের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল ও তার প্যানেলের সদস্যরা। সাবেক অধিনায়ক সরাসরি সাংবাদিকদের সামনে এসে জানান, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট শতভাগ পরাজিত হলো। তার ভাষায়, ‘এটা কোনো নির্বাচন নয়, বরং পাতানো খেলা।’

তামিম বলেন, ‘আমরা আজকে মনোনয়ন প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জন সরে দাঁড়িয়েছি। কারণটা একেবারেই পরিষ্কার। প্রথম থেকেই আমি বলে আসছি, এই নির্বাচন কোন পথে যাচ্ছে সেটা সবার কাছেই এখন স্পষ্ট। যখন যা চাইছে তাই করা হচ্ছে। এটা নির্বাচন নয়। ক্রিকেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও জানান, যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা সবাই নিজেদের জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং শক্তিশালী ভোটব্যাংকের মালিক। এটিকে তারা একটি প্রতিবাদ হিসেবেই করেছেন। ‘আমরা এই নোংরামির অংশ হতে চাই না,’ দৃঢ় কণ্ঠে বলেন তামিম।

সাবেক অধিনায়ক অভিযোগ করেন, আরও অনেকে সরে দাঁড়াতে চাইলেও বিভিন্নভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, ‘না হলে আজকে প্রত্যাহারকারীর সংখ্যা আরও বাড়ত। তবুও ১৫ জন যদি সরে দাঁড়ান, তাহলে সেটা অনেক বড় সংখ্যা। প্রায় অর্ধেকই সরে দাঁড়ালেন।’

তামিমের ভাষায়, ‘আপনারা জিততে পারেন বা হারতে পারেন, কিন্তু আজকে বাংলাদেশের ক্রিকেট শতভাগ হেরে গেছে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, তারপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার কথা বলুন।’

তিনি আরও বলেন, ‘এটা সবার কাছেই পরিষ্কার কারা এই নির্বাচনে হস্তক্ষেপ করেছে, কীভাবে নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং কারা এর সঙ্গে যুক্ত। আমি শুধু এটুকুই বলব, এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে এক কালো দাগ হয়ে থাকবে।’