টসে জিতে ফিল্ডিংয়ে ভারত, ফাইনালেও হাত মেলালেন না দুই অধিনায়ক

টসে জিতে ফিল্ডিংয়ে ভারত, ফাইনালেও হাত মেলালেন না দুই অধিনায়ক। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথম ভারত–পাকিস্তান ফাইনাল আজ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ।
টি–টোয়েন্টির এক নম্বর দল ভারত আছে দুর্দান্ত ফর্মে। প্রথম পর্ব ও সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচেই অপরাজিত দলটি। অন্যদিকে বিশ্বের সাত নম্বর দল পাকিস্তান ছয় ম্যাচে হেরেছে দুটিতে—দুটিই ভারতের বিপক্ষে।
আজ দুই দলের তৃতীয় সাক্ষাতেও কি আগের ফল হবে, না কাগজকলমের সব হিসাব উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসবে সালমান আগার পাকিস্তান?