শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮, ১৪ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ব্যাটিং এবং মুরাদ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

তৃতীয় দিনে বিশাল ৩০১ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে আইরিশদের স্কোর ছিল ৫ উইকেটে ৮৫ রান। আজ ম্যাচের চতুর্থ দিনে বাকি ৫ উইকেট নিতে বাংলাদেশকে কিছুটা অপেক্ষা করতে হয়।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম শেষ উইকেটটি তুলে নিয়ে ম্যাচের ইতি টানেন। ব‍্যারি ম‍্যাককার্থিকে কট বিহাইন্ড করলে জোর আবেদন সত্ত্বেও আউট না দিলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন এবং আল্ট্রা এজে নিশ্চিত হয় বলটি ব‍্যাট ছুঁয়ে গিয়েছিল।তাতেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ২৫৪ রানে।

দ্বিতীয় ইনিংসে তরুণ স্পিনার মুরাদ ৬০ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। আরেক অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট।

উল্লেখ্য, এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৪তম এবং ইনিংস ব্যবধানে চতুর্থ জয়।

সদ্য সংবাদ/এমটি