শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ২২:৩৯, ৯ নভেম্বর ২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে বিসিবি সহসভাপতি ফারুক, হার্টে পরানো হয়েছে রিং

অসুস্থ হয়ে হাসপাতালে বিসিবি সহসভাপতি ফারুক, হার্টে পরানো হয়েছে রিং
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে দুই দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স চলছে। আজ প্রথম দিনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং পরিচালক রুবাবা দৌলা, আসিফ আকবর। তবে আরেক সহসভাপতি ফারুক আহমেদ অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, ফারুককে ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। হার্টে ব্লক ধরা পড়ায় তিনি অ্যানজিওগ্রামের মাধ্যমে রিং (স্টেন্ট) পরানো হয়েছে।

ফারুক আহমেদ ১৯৮৮ থেকে ১৯৯৯ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন এবং ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি বিসিবি প্রধান নির্বাচক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর ফারুক ৯ মাসের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২৯ মে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদ থেকে অপসারিত হন।

৩১ মে নতুন বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হন বুলবুল। ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর বুলবুল আবারও সভাপতি হন, তার সঙ্গে সহসভাপতি হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।

সম্পর্কিত বিষয়: