শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ২২:১৮, ৬ নভেম্বর ২০২৫

‘তোর পিরিয়ডের কত দিন চলছে? আমার দিকটাও তো দেখতে হব’

‘তোর পিরিয়ডের কত দিন চলছে? আমার দিকটাও তো দেখতে হব’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়া ও জুনিয়রদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলার পর এবার নারী দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময় মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন।

জাহানারা বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলেন—‘তোর পিরিয়ডের কত দিন চলছে? শেষ হলে জানাবি, আমার দিকটাও তো দেখতে হবে।’ পিরিয়ড শেষ হলে তখন ডাকব, চলে আসিস।;

তিনি আরও অভিযোগ করেন, ‘বিশ্বকাপের কয়েকটি ম্যাচে, হ্যান্ডশেক করার সময় তিনি (মঞ্জুরুল) হাত না মিলিয়ে জড়িয়ে ধরতেন।’

বিসিবির কাছে বারবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন এই টাইগ্রেস পেসার। জাহানারা বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বিষয়টি জানিয়েছি। কয়েকদিন ঠিক থাকলেও পরে আবার আগের মতো হয়ে যেত।’

এ বিষয়ে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

সম্পর্কিত বিষয়: