শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৪, ১২ নভেম্বর ২০২৫

বিনা উইকেটে শতরান ছাড়িয়ে লাঞ্চে বাংলাদেশ

বিনা উইকেটে শতরান ছাড়িয়ে লাঞ্চে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দিনের শুরুতে মাত্র ২.২ ওভার ব্যাট করার সুযোগ পায় আয়ারল্যান্ড। ২৮৬ রানেই গুটিয়ে যায় আইরিশরা। ব্যাটিংয়ে নেমে গতকালের ফিল্ডিং ব্যর্থতার মতো ভুল করেনি বাংলাদেশ। দুই ওপেনারই ফিফটি তুলে গেছেন লাঞ্চে। যদিও প্রথম ইনিংসে আইরিশদের থেকে এখনো ১৭৭ রান পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল। 

২৪ ওভারে গড়ে ৪.৫৪ রান করে বিনা উইকেটে মোট ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয় ৫০ ও সাদমান ৫৮ রানে অপরাজিত আছেন। সিলেটে সফরকারী বোলারদের ওয়ানডে মেজাজে সামলেছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

এরআগে, সকালে মাত্র ২.২ ওভার টিকতে পারে আয়ারল্যান্ড। আগের দিনে ক্যাচ মিসের হতাশায় পল স্টার্লিংয়ের ৬০ এবং অভিষিক্ত ক্যাড কারমাইকেলের ৫৯ রানের ইনিংসে আট উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করে অতিথিরা। সকালে সেই রানের সঙ্গে জমা হয় আরও ১৬ রান।

সদ্য সংবাদ/এমটি