২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো!
ফুটবল দুনিয়ায় বয়স যেন কেবল একটি সংখ্যা। আর সেই কথার জীবন্ত উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন তাঁর বয়স ৪০ পেরিয়েছে, তখনও মাঠে রোনালদোর ছুটে চলা দেখে বোঝার উপায় নেই, একে একে চারটি দশক পেরিয়ে এসেছেন! তবুও সময়ের নিয়ম মেনেই এবার বিদায়ের সুর তুললেন এই পর্তুগিজ মহাতারকা। সৌদি আরবে এক ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও বার্তায় রোনালদো নিজেই জানিয়েছেন, আসন্ন ২০২৬ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ।