রিশাদের ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ছাড়ালো দুইশ’
টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় আবারও বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে শেষদিকে রিশাদ হোসেনের ঝোড়ো ইনিংসে ভর করে দুইশ’র গণ্ডি পেরিয়েছে টাইগাররা। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে ২১৩ রান তোলে স্বাগতিকরা। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান (৬), তাওহীদ হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫) ও মাহিদুল অঙ্কন (১৭) ফিরে গেলে ২৮ ওভারে দলের স্কোর দাঁড়ায় ৯৬/৪। এসময় একপ্রান্তে লড়াই চালিয়ে যান ওপেনার সৌম্য সরকার। তবে তিনিও ফিফটি মিস করে ৮৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা।