শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ১ নভেম্বর ২০২৫

এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের জয়শূন্য বিদায়

এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের জয়শূন্য বিদায়
ছবি: সংগৃহীত

কুয়েতে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগে জয়শুন্য থেকে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক কুয়েত এসসির কাছে ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের চ্যাম্পিয়নদের।

জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কুয়েত এসসি। ম্যাচের প্রথম মিনিটে সামি আল সানিয়ার পাস থেকে ইউসুফ আল সোলাইমান গোল করে দলকে এগিয়ে দেন। এরপর খেলার যোগ করা সময়ে তাহা কেনেসি ব্যবধান দ্বিগুণ করেন।

বসুন্ধরা কিংস বল দখলে ও পাসিংয়ে পিছিয়ে পড়েছিল। পুরো ম্যাচে তাদের বল দখলের হার মাত্র ৩৫ শতাংশ ছিল। দ্বিতীয়ার্ধে গোল করার চেষ্টা করলেও প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণভাগ ও মিডফিল্ডের কারণে কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি কিংস।

সদ্য সংবাদ/এমটি

সম্পর্কিত বিষয়: