শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ১০ নভেম্বর ২০২৫

৬ মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের টিকিট!

৬ মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের টিকিট!
ছবি: সংগৃহীত

মাঠে বাংলাদেশ-ভারত মানেই অন্যরকম উত্তেজনা। এবার সেই মাঠের লড়াই শুরু হওয়ার আগেই উত্তাপ ছড়িয়ে পড়েছে টিকিট বিক্রিতে। ঘরের মাঠে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে দুই প্রতিবেশীর দ্বৈরথ ঘিরে এমন উন্মাদনা আগে খুব কমই দেখা গেছে। মাত্র ৬ মিনিটেই শেষ হয়ে গেছে বাংলাদেশ–ভারত ম্যাচের সব সাধারণ গ্যালারির টিকিট!

সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায় অনলাইন প্ল্যাটফর্ম 'Quicket' এর মাধ্যমে শুরু হয় টিকিট বিক্রি। আর মুহূর্তের মধ্যেই ওয়েবসাইটে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী। মাত্র ৬ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট ‘সোল্ড আউট’। Quicket ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই বড় অক্ষরে দেখা যায় “SOLD OUT” লেখা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, 'সাধারণ গ্যালারির সব টিকিট ৬ মিনিটে শেষ হয়েছে। এখনো গ্রাহকরা পেমেন্ট করছেন, এরই মধ্যে অর্ধেকের বেশি পেমেন্ট সম্পন্ন হয়েছে। কেবল রেড বক্স ও হসপিটালিটি বক্সের টিকিট বাকি রয়েছে।'

টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ছয়টি ক্যাটাগরিতে— গ্যালারি ৫০০ টাকা, ক্লাব হাউস-২ ও ভিআইপি বক্স-৩ এর দাম ৩,০০০ টাকা, ভিআইপি বক্স-২ এর ৪,০০০ টাকা, ক্লাব হাউস-১ এর ৫,০০০ টাকা এবং সর্বোচ্চ রেড বক্সের টিকিট ৬,০০০ টাকা।

তবে আশ্চর্যের বিষয়, এই ম্যাচটি মূলত নিয়মরক্ষার। বাংলাদেশ ও ভারত, দুই দলই ইতোমধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা হারিয়েছে। কিন্তু দুই দেশের ঐতিহ্য ও মর্যাদার লড়াইয়ে টিকিট বিক্রিতে দেখা গেল এমন উন্মাদনা।

এর আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট ছাড়ার ২৬ ঘণ্টায় যেখানে বিক্রি হয়েছিল মাত্র ৫ হাজার।

আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তার আগে ১৩ নভেম্বর একই ভেন্যুতে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সদ্য সংবাদ/এমটি