নতুন ২ বিভাগ ও ২ উপজেলা গঠন হচ্ছে শিগগিরই
সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আরও দুটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তও হয়েছে। সূত্র জানিয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে কুমিল্লা বিভাগ গঠন করার।