৫ দফা দাবিতে রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আট দলীয় জোটের সম্মিলিত যুগপৎ আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা সভাপতি ও রাঙামাটি আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
জসিম উদ্দিন বলেন, 'গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনে জাতি হতাশ হয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসরদের বিচার এবং বিচারকালীন নিষিদ্ধকরণের দাবিও জানাচ্ছি। আমাদের ৫ দফা বাস্তবায়ন হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার হবে। সরকারের সিদ্ধান্ত সংশোধন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।'
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মুস্তাকিম, ইসলামী আন্দোলন রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম, পৌর নেতা আব্দুর রাউফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সদ্য সংবাদ/এমটি



























