বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিরাপদে থাকবে না: ফয়জুল করীম
বিএনপি ক্ষমতায় না এসেই খুনোখুনি শুরু করেছে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যে দল নিজের লোককেই হত্যা করে, তারা ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরোনো কাচারি এলাকার ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজিত গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ফয়জুল করীম বলেন, 'বিগত সময়ে দেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগ দুই দলকেই ক্ষমতায় বসিয়ে দেখেছে। কিন্তু তারা দেশের জন্য ভালো কিছু করতে পারেনি। জিয়াউর রহমানের গুণের কারণে জনগণ খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল, আবার শেখ মুজিবুর রহমানের গুণে শেখ হাসিনাকেও সুযোগ দিয়েছিল। কিন্তু দুই দল মিলে দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।'
ফয়জুল করীম আরও বলেন, 'এবার জনগণ ইসলামী আন্দোলনকে একবার সুযোগ দিক। আমরা জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে চাই।'
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এমটি



























