বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিরাপদে থাকবে না: ফয়জুল করীম
বিএনপি ক্ষমতায় না এসেই খুনোখুনি শুরু করেছে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যে দল নিজের লোককেই হত্যা করে, তারা ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরোনো কাচারি এলাকার ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজিত গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।