শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৪৪, ৬ নভেম্বর ২০২৫

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করল বিসিবি

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করল বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এসব দলের নাম প্রকাশ করে বোর্ড।

আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের নতুন মৌসুম। এর আগেই ফ্র্যাঞ্চাইজি নির্ধারণে চলে আসে চূড়ান্ত সিদ্ধান্ত।

জানা গেছে, এবারের আসরে মোট ১১টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগ্রহ দেখালেও প্রাথমিক যাচাই-বাছাইয়ে তিনটি প্রতিষ্ঠান বাদ পড়ে। পরে নথিপত্র ও অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় বিসিবি।

এবারের মৌসুমে কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হলেও আগের নামেই মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। অন্যদিকে নতুন নামে হাজির হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি খেলবে চিটাগং রয়েলস, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, আর সিলেট মাঠে নামবে সিলেট টাইটানস নামে।

এক নজরে বিপিএলের পাঁচ দল:

  • ঢাকা ক্যাপিটালস
  • রংপুর রাইডার্স
  • সিলেট টাইটানস
  • রাজশাহী ওয়ারিয়র্স
  • চিটাগং রয়েলস