শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ১২ নভেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো!

২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো!
ছবি: সংগৃহীত

ফুটবল দুনিয়ায় বয়স যেন কেবল একটি সংখ্যা। আর সেই কথার জীবন্ত উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন তাঁর বয়স ৪০ পেরিয়েছে, তখনও মাঠে রোনালদোর ছুটে চলা দেখে বোঝার উপায় নেই, একে একে চারটি দশক পেরিয়ে এসেছেন! তবুও সময়ের নিয়ম মেনেই এবার বিদায়ের সুর তুললেন এই পর্তুগিজ মহাতারকা।

সৌদি আরবে এক ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও বার্তায় রোনালদো নিজেই জানিয়েছেন, আসন্ন ২০২৬ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ।

রোনালদো বলেন, 'অবশ্যই, ২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ। তখন আমার বয়স হবে ৪১।'

রোনালদো আরও বলেন, 'আমি এখনো গোল করছি, দ্রুত দৌড়াতে পারি, চটপটে লাগছে নিজেকে। পর্তুগাল দলে খেলাটা উপভোগ করছি, এই মুহূর্তটা সত্যিই দারুণ।' 

২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২২৫ ম্যাচে ১৪৩ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তাঁর ঝুলিতেই। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, স্পোর্টিং সিপি ও আল নাসরের হয়ে ক্লাব ফুটবলেও তিনি গোলের ফোয়ারা ছুটিয়েছেন। সর্বমোট ৯৫৩ গোলের মালিক রোনালদো, যেভাবে এগোচ্ছেন, তাতে হাজার গোলের মাইলফলক ছোঁয়া কেবল সময়ের অপেক্ষা।

পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ঝুলিতে আছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর। আন্তর্জাতিক অঙ্গনে গোলের তালিকায় রোনালদোর পরেই আছেন মেসি, আর্জেন্টিনার হয়ে করেছেন ১১৪ গোল।
রোনালদোর মতো মেসিরও শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৬ এর বিশ্বকাপ।

বিদায়ের ইঙ্গিত দিলেও এখনো থামার মতো মানসিকতায় নেই রোনালদো।

নিজের ফুটবল জীবন নিয়ে তিনি বলেন, '২৫ বছর ধরে খেলছি, অনেক রেকর্ড আমার নামে। এখন শুধু সময়টা উপভোগ করতে চাই। শেষটা কবে হবে, হয়তো এক-দুই বছরের মধ্যেই। কিন্তু ততদিন মাঠে আমি লড়াই চালিয়ে যাব।'

সদ্য সংবাদ/এমটি